তৌফিকুল ইসলাম, তিতাস(কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াসমিন ব্যাপক প্রচার -প্রচারণায় এগিয়ে রয়েছেন।
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর করে রেখেছেন সকল প্রার্থীরা ।
আলোচনা শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা কে হতে যাচ্ছেন তিতাস উপজেলাযর মহিলা ভাইস চেয়ারম্যান।
এই উপজেলায় এরই মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদা ইয়াছমিন । তার প্রতীক হচ্ছে ফুটবল । তিনি প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে তার প্রচার চালাচ্ছেন।
এ ব্যাপারে ফরিদা ইয়াসমিন বলেন,আমি অনেক বছর যাবত তিতাসের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মকান্ড সারা দেশব্যাপী শুরু করেছেন সেই ধারাবাহিকতা আরো এগিয়ে নেওয়ার কাজে আমি অংশীদার হতে চাই। এখন আমি ভোটারদের কাছে আশা রাখবো সব দিক বিবেচনা করে আমাকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল মার্কায় ভোট দিলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করে যাব সারা জীবন।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে তিতাস উপজেলা মাদকমুক্ত সহ এলাকার অসহায় দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।