তিতাস সংবাদদাতা।।
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর হাজী ইসমাঈল ব্যাপারীর বাড়িতে মরহুম হাজী ইসমাঈল বেপারীর রুহের মাগফেরাত কামনায় শনিবার (১৮ জানুয়ারি) দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাজী ইসমাঈল বেপারীর ছেলে বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী মোকবুল বেপারীর সার্বিক তত্ত্বাবধানে মজিদপুর মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মো: ইউনূছ মিয়া মাহফিল পরিচালনা করেন।
হাজী মোস্তাক বেপারীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সফিকুল ইসলাম।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, আল্লামা মুফতি শাহ শহীদুল্লাহ্ মাহবূবী, প্রধান আকর্ষণ হযরত মাওলানা আনিছ মাহমুদ, ও বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন কুরআনের আলোকে বয়ান পেশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাবুল মেম্বার ও মজিদপুর যুবসমাজের প্রতিনিধি, তরুণ সমাজসেবক মোঃ শামীম আহমেদসহ অন্যান্য সম্মানিত মেহমান এলাকার যুবকসমাজ ও বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানগণ।