হালিম সৈকত, কুমিল্লা।।
তিতাসে ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ খ্রি. অনুষ্ঠিত।
শনিবার (২ নভেম্বর) সকালে ফুলকুঁড়ি ক্যাডেট স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন, ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা স্কাউট লিডার মাওলানা মোঃ বিল্লাল হোসেন।
বক্তব্য রাখেন, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ, কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী গোফরান খান, সমাজসেবক মোঃ মহসীন মুন্সি, কারামাতিয়া মাদ্রাসার মুহতামিম সাজেদুল বারি সজিব, মোঃ সাইফুল ইসলাম, বাতাকান্দি বাজারের ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম, স্কাউট ব্যক্তিত্ব মোঃ লিয়াকত আলী ও শিক্ষক সায়েম সরকার প্রমুখ।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর মধ্যে ছিলো নাচ, গান, আবৃত্তি, গজল ও উপস্থিত বক্তৃতা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।