প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ
তিতাসে নির্মিত হলো এক ব্যতিক্রমধর্মী শহিদ মিনার, ক্ষুব্ধ এলাকাবাসী


কামরুল হক চৌধুরী দাউদকান্দি, কুমিল্লা>>
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ প্রাঙ্গণে দেখা মিললো এক ভিন্ন আকৃতির শহিদ মিনারের। এমন আকৃতির শহিদ মিনার দেশের আর কোথাও আছে কিনা সন্দেহ রয়েছে। ২১ শে ফেব্রুয়ারি শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা অনেকেই এই ভিন্ন আকৃতির শহিদ মিনারটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় নূতন করে সঠিক আকৃতির শহিদ মিনার নির্মাণে দেরি হচ্ছে।
তিতাস উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনি এখানে আসার আগে এটি জেলা পরিষদ নির্মাণ করেছে। জেলা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার জানান, জেলা পরিষদ কর্তৃক নির্মিত এই ভিন্ন আকৃতির শহিদ মিনারটি ভেঙে সঠিক আকৃতির শহিদ মিনার নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন তিনি। তিনি তখন চেয়ারম্যান থাকলে কখনোই এরকম ভিন্ন আকৃতির শহিদ মিনার নির্মাণ করতে দিতেন না। তিনি আশা প্রকাশ করেন, আমলাতান্ত্রিক জটিলতায় কিছুটা দেরি হলেও একটি হৃদয়গ্রাহী এবং সঠিক আকৃতির শহিদ মিনার এখানে নির্মিত হবে।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube