অনলাইন ডেস্ক : রাজশাহীর তানোরে গ্রামবাসীর আর্থিক সহায়তায় বিনামূল্যে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে তালন্দ একতা সমাজ সংঘ।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার তালন্দ এ এম উচ্চবিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালন্দ সমাজকল্যাণ একতা সংঘের সভাপতি ও তালন্দ এ এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, তানোর পৌরসভা আওয়ামীগের সভাপতি ইমরুল হক, তালন্দ এ এম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার মজুমদার। এসময় তারা গ্রামের ২২৫ টি হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে তালন্দ সমাজকল্যাণ একতা সংঘের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, 'আমাদের এই আয়োজন হয়তো খুবই নগন্য। তবে যাদের ভালো কম্বল কেনার সামর্থ্য নাই তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রতি বছর ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই টাকার অভাবে শীতের পর্যাপ্ত পোশাক কিনতে পারে না। তবে আমরা এরপর থেকে সব সময় এই গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।