মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেলেন কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আ. জলিল সাহেবের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু বকর সিদ্দিক লিটু এর সহধর্মিনী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ায় হোমনাবাসী তাকে সোস্যাল মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টাদের দপ্তর পুনঃবিন্যস্ত করেছে।
জানা যায়, সৈয়দা রিজওয়ানা হাসান ১৯৬৮ সালের ১৫ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে এলএলএম সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান তার পরিবেশ কর্মের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি ২০১২ সালে 'র্যামন ম্যাগসাইসাই পুরস্কার, ২০০৯ সালে টাইম সাময়িকীর 'হিরোজ অব এনভায়রনমেন্ট ' খেতাব এবং প্রথম বাংলাদেশি হিসেবে 'গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ' লাভ করেন।
২০২৪ সালের আগস্টে সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) এর প্রধান নির্বাহী হিসেবে পরিবেশ রক্ষায় আইনগত লড়াইয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে বেলা জলাশয় ভরাট, পাহাড় কাটা, বন ধ্বংস, সেণ্টমার্টিনস দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণসহ পরিবেশের ক্ষতি সাধিত হয় এমন নানা ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিয়ে সফলতার স্বাক্ষর রেখেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।