আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জাতীয় সংসদ উপ নির্বাচন ঢাকা -৫ সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেস এমপি প্রার্থী আনছার রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ২৬ সেপ্টেম্বর শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শনিবার বেলা ৩টায় আপিল শুনানি শেষে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত এমপি প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২০ সেপ্টেম্বর ঢাকা-৫ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ওইদিন দু’জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই দু’জনের মধ্যে ছিলেন বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ও পিডিপির লুৎফর রহমান। অন্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইয়া ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আনছার রহমানের মনোনয়ন বৈধ হওয়ার ফলে এই আসনে এখন প্রার্থী সংখ্যা দাঁড়ালো ছয় জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।