ক্রাইম পেট্রোল ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহণ থেকে চাঁ'দাবাজির সময় ৯ জন চাঁ'দাবাজকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। এসময় আটকদের নিকট থেকে চাঁ'দা আদায়ের নগদ ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে চট্টগ্রামগামী লেন থেকে তাদের আ'টক করা হয়।
আটকরা হলেন- মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম (২১), মো. হাসান (২৫), মোঃ হাসান (১৮), মোঃ জসিম (৩২), মোঃ সেলিম (২৭) ও মো. হাসান (১৮)।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ,কে,এম শরফুদ্দিন জানান, 'ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন গণপরিবহণ থেকে চাঁ'দাবাজির সময় ৯ জন চাঁ'দাবাজকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।