শ্রী শুকদেব লাল শুভ, জেলা প্রতিনিধি, ঢাকা।।
রাজধানী ঢাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতাররা হলেন মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার আলী খান ও গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া।
জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি উত্তরা বিভাগের একটি দল লাভলু মিয়াকে গ্রেফতার করে। পরে একইদিন সন্ধ্যা ৬টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ডিবি ওয়ারী বিভাগের একটি দল হায়দার আলী খানকে গ্রেফতার করে। একই দিনে ডিবি রমনা বিভাগের অভিযানে ধানমন্ডি এলাকা থেকে আকবর হোসেন হাওলাদার ও ডিবি লালবাগ বিভাগের অভিযানে এ কে এম সিদ্দিকুর রহমান আবুল কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।ডিবি আরও জানায়, তারা সংঘবদ্ধভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।