আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>
নীলফামারীর ডোমারে বিএডিসি’র ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে চলতি মৌসূমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের বিএডিসি’র ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে এবারে ২৫২ একর জমিতে ১৬০০.৪৬মেট্রিক টন বীজ আলু উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে মোট ৫টি জাতের আলু চাষ করা হয়। জাত ভিত্তিক আলুর আলাদা প্লট তৈরি করে নিবির পরিচর্যার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। গ্রনোলা, ডায়মন্ড, কার্ডিনাল, ষ্টারিক ও ক্যারেজ মিলে পাঁচটি জাতের আলু এখানে রোপণ করা হয়েছে। এর মধ্যে প্লান্টলেট মিনি টিউবার ৮.৫ একর। মিনি টিউবার থেকে প্রাক ভিত্তিবীজ ৬৮.২৭একর। প্রাক ভীত্তি থেকে ভিত্তি বীজ ১৬৮.৩৬একর এবং ট্রায়াল ৭.৫৫ একর জমিতে আলু চাষ করা হয়।
এ বিষয়ে ডোমার বিএডিসির উপ-পরিচালক এনামুল হক প্রতিবেদককে জানান, চলতি মৌসূমে আবহাওয়া অনুকুলে থাকায় রোপণকৃত আলুতে ছত্রাকবাহী তেমন কোন রোগ আক্রমন করতে পারে নি। তাছাড়াও কর্মকর্তাদের নিবির পরিচর্যা ও কর্মদক্ষতার কারণে এবারের আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এই খামারের বীজ আলু সরকার কর্তৃক যথাযথ মান নিয়ন্ত্রিত হওয়ায় বিভিন্ন সরকারি প্রকল্প ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এর ব্যাপক চাহিদা রয়েছে। এই খামারে আলুর পাশাপাশি, বীজ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রায় ২০ একর জমিতে গম চাষ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।