আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও আ’লীগ নেতা হারুন অর-রশিদ হারুক এর দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৪ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না নিল্লাহি ……..রাজিউন। পরদিন বুধবার দুপুর ২টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পূর্ব ধনীপাড়া মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, বিশিষ্ট শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল আমিন রহমান, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, হরিণচড়া বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। হারুন অর-রশিদ হারুক চিকনমাটি ধনীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ৪র্থ পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও গোলাম রাব্বির ছোট ভাই। তার জীবদ্দশায় কাপড়ের ব্যবসার পাশাপাশি উপজেলা আ’লীগের সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১পুত্র ও ২কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।