আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমার পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা। নির্বাচনী ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণি মর্যাদার ডোমার পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় প্রার্থী হিসেবে গণেশ কুমার আগরওয়ালা মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় দলটির পক্ষ থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন নি। তবে দলটির বর্তমান কোন পদে না থাকা ডোমার উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু এবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও পৌরসভাটি প্রতিষ্ঠালগ্নের পর এই প্রথমবার মেয়র পদে একমাত্র নারীপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আফরোজা নাজনীন রুমি। তিনি সাবেক মেয়র প্রয়াত আল-আজহার হোসেনের ছোট বোন।
ডোমার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী ১০ অক্টোবর ছিল ডোমার পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিন্তু শুক্রবার সরকারি ছুটি থাকায় প্রার্থীদের কথা বিবেচনা করে দাখিলের সময় একদিন বৃদ্ধি করা হয়। রোববার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৯ জন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মেয়র পদে আ’লীগ দলীয় ১ জন এবং স্বতন্ত্র দুই প্রার্থী রয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল ৩টি পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১১ অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই, ১৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ১৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই পৌরসভায় প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৩ হাজার ৫৪০জন ভোটারের মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন রয়েছে। আগামী ২ নভেম্বর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।