আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে টানা কয়েকদিনে বৃষ্টিতে পৌর এলাকার ২শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে এসব অসহায় মানুষের পরিস্থিতি দেখতে এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এ সময় পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, ইউপি সদস্য রবিউল ইসলাম, পৌর কৃষকলীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ন আহবায়ক এবাদত হোসেন চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কুলিপাড়ায় ২ শতাধিক পরিবার হাটু পানিতে বন্দি হয়ে পড়ে। গত পরশুদিন কুলিপাড়া এলাকার রমজান আলীর শিশু সন্তান হাবিবুল ইসলাম বাড়ির পার্শ্বে পানিতে ডুবে মারা যায়।
এলাকাবাসী জানান, দোলাপাড়া দানুর ইট ভাটার পাশ দিয়ে এশিয়ান হাইওয়ে রাস্তা নির্মাণ করার কারণে এবং ওই এলাকায় কালভার্ড বা ব্রিজ না দেয়ায় চিকনমাটি স্টেশন পাড়ার বৃষ্টির পানি বের হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকাটি প্লাবিত হয়ে মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশুর চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।
এ বিষয়ে প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন জানান, এশিয়ান হাইওয়ে রাস্তাটি প্লানিং-এ ভুল করেছে। যেখানে ব্রিজ দেয়া প্রয়োজন সেখানে ব্রিজ না দিয়ে অন্যত্র ব্রিজ তৈরি করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অতিসত্বর সেখানে একটি ব্রিজ বা কালভার্ট তৈরি করা হলে এলাকাবাসী জলাবদ্ধতার থেকে রেহাই পাবে।
নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, যেহেতু বিষয়টি এশিয়ান হাইওয়ের কাজ, তবুও আমি এলাকাবাসীর পক্ষে জলাবদ্ধতা নিরসনে সেখানে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। আগামীকাল ঠিকাদার আসবে তাদের সাথে আলোচনা করে সমাধান করবো। অপরদিকে পানিবন্দি মানুষের তালিকা করতে লোক পাঠিয়েছি। তালিকা মোতাবেক তাদের সহায়তা প্রদান করা হবে। করোনাকালীন এবং লকডাউনে প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে সকলকে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।