আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পৌরসভা এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
রোববার (২৭জুন) সকাল ১১টায় ছোটরাউতা ইসলাম পাট প্রেসে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
এ সময় ট্যাগ অফিসার হিসাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্মকর্তা মেহফুজুর রহমান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আখতারুজ্জামান সুমন, শামসুল আলম, সামিউল হক, ভারতি রানী প্রমূখ উপস্থিত ছিলেন।
মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে ২০২০/২০২১ বছরের উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাতের কোভিড ১৯ (করোনা) মোকাবেলায় উপ-খাত হতে ২শত জন অসহায় ব্যক্তিকে নগদ টাকা, ২হাজার ৫ শতটি মাস্ক ও ৩ শত সাবান বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় এর আগেও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের হাজারো মানুষের মাঝে একাধিকবার ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে সার্বক্ষণিক মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, সাথে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করা আবশ্যক। জ্বর, কাঁশি, শ্বাসকষ্টের মতো কোন লক্ষণ দেখা দিলে দ্রুত কোভিড- ১৯ পরীক্ষা করার জন্য পরামর্শ প্রদান করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।