আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার পৌরমেয়র এর নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ছোট রাউতার নিজ বাসভবনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার মেয়র বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী কমল সাহা, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, শফিক বীন মোর্শেদ তরুন, শ্রমিক নেতা সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরমেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, উত্তর অঞ্চলের হিমালয় পদদেশের এই অঞ্চলে গত কয়েকদিন যাবত প্রচন্ড শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতা থেকে একটু উষ্ণতার ছোঁয়া দিতে আমার নিজস্ব অর্থায়নে সামান্য প্রচেষ্টা মাত্র। গত সপ্তাহে ৫শতাধিক মানুষকে কম্বল দিয়েছি। দ্বিতীয় দফায় আজ আবারো ৫শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। আমার এ প্রচষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।