আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“মাস্ক ব্যবহার অভ্যেস, কোভিড- ১৯ মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ মহামারি প্রতিরোধে সচেতনাতামূলক প্রচারণা, যানবাহনে স্টিকার লাগানো ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে ডোমার থানা পুলিশ।
জেলা পুলিশের নির্দেশনায় রোববার (২১মার্চ) সকাল ১১টায় ডোমার থানা গেট থেকে বের হয়ে ব্যানার হাতে রেলঘুন্টিতে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করেন। পরে ডোমার বাজার থেকে বাসস্ট্যাণ্ড ও উপজেলা পরিষদ গেট পর্যন্ত প্রতিটি দোকানে ও যানবাহনে স্টিকার লাগানো হয়। এ সময় অটোচালক, ভ্যান ও রিক্সাচালকসহ পথচারীদের মাঝে ২হাজার মাস্ক বিতরণ করেন থানা কর্তৃপক্ষ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রতপাল এর নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, ট্র্যাফিক শাখার টিআই মোকারম হোসেন সরকার, টিএসআই আমিনুর রহমান, এসআই শাহ আলম, জামিনুর রহমান, এএসআই মিজান, নির্মলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। যার কারণে এলাকায় একদিনে বৃদ্ধি পেলো মাস্ক ব্যবহারকারীর সংখ্যা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।