আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার থানা পুলিশের উদ্যোগে এলাকার ৫ শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ চায়না ফ্রেন্ডসিপ সেন্টারের সহযোগিতায় বুধবার (৩১ জানুয়ারি) বিকালে ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মাঠে ডোমার থানার এসআই রেজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা)। ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ চায়না ফ্রেন্ডসিপ সেন্টারের কালচারাল কাউন্সিল লিউ এন ইউ, জেনারেল সেক্রেটারী এইচ এম জাহাঙ্গীর আলম রানা, ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী প্রমুখ বক্তব্য রাখেন।
নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর (পিপিএম সেবা) জানান, 'চায়না আমদের পরিচিত বন্ধু। দেশের অবকাঠামো উন্নয়নের জন্য তারা অনেক কাজ করে যাচ্ছে। আমাদের ডাকে সাড়া দিয়ে ডোমার এলাকার ছিন্নমূল মানুষকে সহযোগিতা করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
চায়না ফ্রেন্ডসিপ সেন্টারের কালচারাল কাউন্সিল লিউ এন ইউ বলেন, 'বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। চায়না ফ্রেন্ডসিপ সেন্টারের মাধ্যমে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি। এরই ধারিবাহিকতায় উত্তরাঞ্চলের মানুষের কথা চিন্তা করে ৩টি জেলায় ১ হাজার ৫ শ' জন অসহায় মানুষকে এ সহায়তা প্রদান করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।