আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
কনকনে শীতের প্রভাবে মানুষ যখন দিশেহারা, এমন সময় ডোমার-ডিমলা এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) ও বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি। রবিবার ও সোমবার এই দুই দিন মিলে ডোমার- ডিমলা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১৫ শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এ সময় নিজ পরিবারের লোকজন ছাড়াও এলাকার মুক্তিযোদ্ধা, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
সরকার ফারহানা আখতার সুমি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সেই তুলনায় নিজ উদ্যোগে আমার পক্ষ থেকে সামান্য উপহার মাত্র। এই কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনেক আনন্দ বোধ করছি। এর আগে বন্যা, খরা মৌসুমে এবং করোনাকালীন তাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আগামী ২৫ তারিখের মধ্যে ডিমলা উপজেলায় বিভিন্ন স্থানে অসহায় পরিবারে পাশে দাঁড়াবো। আজ সোমবার দুপুরে ডোমার উপজেলার ভোগডাবুড়ী, জোড়াবাড়ী, কেতকীবাড়ী ,পাংঙ্গামটুকপুর ইউনিয়নে ৬ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করলাম। ডোমার সদর দিয়ে ডিমলার খালিশা চাপানিসহ বিভিন্ন স্থানে মোট ১৫ শত শীতার্ত পরিবারকে পর্যায়ক্রমে এ সহায়তা প্রদান করব।
সরকার ফারহানা আখতার সুমি নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের (চিলাহাটি) এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর কন্যা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।