আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কাঁচা বাজার ও নূর মার্কেটে অ'গ্নি সংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে করে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকানীরা জানান।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১,৩০ মিনিটে ডোমার কাঁচা বাজার ডিম ব্যবসায়ী রুবেল ইসলামের দোকানে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আ'গুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আ'গুনের লেলিহান শিখা চারিদিক ছড়িয়ে পড়লে ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে ডোমার ও দেবীগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আ'গুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলীসহ সঙ্গীয় ফোর্স উদ্ধার কাজে অংশ নেয়। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ডোমার উপজেল নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এবং পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।
কাচাঁ বাজারের ডিম ব্যবসায়ী রুবেল ইসলাম, আনারুল ইসলাম,মুদি দোকানী জেনারুল ইসলাম ভুট্টু, ঔষধ ব্যবসায়ী ডাঃ আব্দুল আজিজ এর দোকান আ'গুনে ভস্মীভূত হয়। অপরদিকে, কাচাঁ বাজারের আ'গুন নূর মার্কেটে ছড়িয়ে পড়লে কীটনাশক ও সার ব্যবসায়ী রওশন কামাল হিপ্পু, হ্যার্ডওয়ার ও সাইেকেল, অটো পার্টস ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আব্দুস সালাম এবং হোমিও ফার্মেসী ডাঃ মহিউদ্দিনের দোকানে ব্যপক ক্ষতি সাধন হয়।
ভুক্তভোগী দোকানীরা জানান, ১০টি দোকান মিলে প্রায় কোটি টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে। কিছুটা হলেও ক্ষতি লাঘবের আশায় সরকারের সহযোগিতা কামনা করেন দোকানীরা।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।