আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে লড়াই করছেন তাদের মধ্যে
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯জন প্রার্থীকে ভোটযুদ্ধে মাঠে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রতিক (আনারস), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুরননবী (মোটর সাইকেল), আ’লীগ মনোনীত তোফায়েল আহমেদ (নৌকা)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মালেক সরকার (তালা), শিক্ষক রনজিৎ কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব), শাহাজান সিরাজ স্বপন (টিউবওয়েল)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সন্ধ্যা রানী রায় (বৈদ্যুতিক ফ্যান), রৌশন কানিজ (হাঁস), দিপালী রানী রায় (প্রজাপতি) মার্কা নিয়ে লড়াই করছেন। তারা ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পাড়া মহল্লায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে উঠান বৈঠক করে দোয়া ও ভোট কামনা করছেন। বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে সামাজিক নানা অনুষ্ঠানে তাদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো। চেয়ারম্যান ৩ প্রার্থীর মধ্যে দল- মত নির্বিশেষে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী হেবীওয়েট প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। একাধিক ভোটারের সাথে আলাপ কালে জানা যায়, বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ২টি ইউনিয়নে শক্ত অবস্থানে রয়েছেন।
তবে বিভিন্ন দলের নেতাকর্মী জানান, সরকারিদলসহ অন্যান্য দলের অনেক নেতাকর্মী মুক্তিযোদ্ধা নুরননবীর পক্ষে মাঠে নামায় বর্তমান চেয়ারম্যানের সাথে বাঘ- সিংহের লড়াই হতে পারে বলে অনেকে ধারনা করেন। ১০মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ১লক্ষ ৫৭হাজার ৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।