অ্যাড. মনোয়ার সভাপতি, মঞ্জু সম্পাদক, গনেশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বৃষ্টিকে উপেক্ষা করে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর আনন্দ উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে এবং বর্ণাঢ্য আয়োজনে ডোমার উপজেলা আ"লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অ্যাড. মনোয়ার হোসেন সভাপতি, মঞ্জুরুল হক চৌধুরী সাধারণ সম্পাদক ও গনেশ কুমার আগরওয়ালাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।
রবিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা আ"লীগের আয়োজনে ডোমার মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রথমার্ধের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা আ"লীগের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ"লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। উপজেলা আ"লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া সাবেক এমপি ও কার্যকারী সদস্য বাংলাদেশ আ"লীগ কেন্দ্রীয় কমিটি, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি সাবেক এমপি ও কার্যকারী সদস্য বাংলাদেশ আ"লীগ কেন্দ্রীয় কমিটি, আফতাব উদ্দিন সরকার এমপি মাননীয় সংসদ সদস্য নীলফামারী (০১ ডোমার ডিমলা) সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী জেলা আ"লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা আ"লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাবেক ছাত্রলীগ নেতা ব্যারিষ্টার ইমরান চৌধুরী জনি, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। শেষে জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অ্যাড. মনোয়ার হোসেন সভাপতি, মঞ্জুরুল হক চৌধুরী সাধারণ সম্পাদক ও গনেশ কুমার আগরওয়ালাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষণা দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।