আনিছুর রহমান মানিক, নীলফামারী(ডোমার) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ২ চোরসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
রবিবার গভীর রাতে ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চুরি মামলার আসামী পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার টেপরীগঞ্জ এলাকার মৃত রহিমুদ্দিনের ছেলে হাবিবুর (৪২), ডোমার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার কেনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম পেচুয়া (২৩)। ওয়ারেন্টভুক্ত আসামী জোড়াবাড়ি ইউনিয়নের মৃত গোলদার হোসেনের পুত্র হামিদার রহমান (৪৭)। সন্দেহভাজন আসামী বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগাড়া এলাকার মৃত মোস্তাকিনের ছেলে ছাদিকুল হোসেন (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত সুুদান্ন কুমারের ছেলে কৃষ্ট কুমার (৩৮), অধির চন্দ্র রায়ের ছেলে অজয় কুমার (৩৬) ও বেতগাড়া এলাকার সফিউল্লাহর ছেলে হাসান মিয়া (৩২)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজম হোসেন প্রধান, কমলেশ, এএসআই মঞ্জুরুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে তাদের বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।