আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে ৭৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
জানা যায়, করোনাকালীন চলমান লকডাউনে উপজেলায় বেশ কিছু মানুষ খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করে। বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আসলে। সেই সকল মানুষকে যাছাই বাছাই করে বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কেতকীবাড়ী, সদর ইউনিয়ন, জোড়াবাড়ী ও পৌর এলাকা মিলে ৭৫টি পরিবারের মাঝে চাল, আটা, সয়াবিন তেল, লবণ,আলু ও সাবান বিতরণ করেন। এ সময় কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রশিদুলসহ পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রতিটি ব্যক্তির সাংসারিক জীবনের খোঁজ খবর নেন এবং করোনা মহামারি থেকে নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। ইতিপূর্বে বন্যায় কেতকীবাড়ী তহসিল অফিসের ওয়াল সংলগ্ন বিশাল এলাকা ভেঙ্গে যাওয়ায় নিজ উদ্যোগে মাটি ভরাটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।