আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নেশা জাতীয় ৭০ পিস টা'পেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ যুবককে গ্রে'ফতার করেছে ডোমার থানা পুলিশ।রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের ছেলে সামিউল ইসলাম (২১) এবং ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে রাব্বি ইসলাম (২৫)।
থানা সুত্রে জানা যায়, শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজার থেকে তাদের আ'টক করা হয়। এ সময় সামিউলের কাছ থেকে ৪০ পিস এবং রাব্বির কাছ থেকে ৩০ পিসসহ মোট ৭০ পিস নে'শাজাতীয় টা'পেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডোমার থানার এসআই আবু সাব্বির রাবু বাদী হয়ে মামলা নং-১২ (০১) ২৩ দায়ের করেন।
এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দু'জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।