আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীবৃন্দ কর্তৃক আয়োজিত শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি এলাকার সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
সহকারী পরিদর্শক খায়রুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, শাপলা সমবায় সমিতির সভাপতি মনছুর আলী, উত্তরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল উদ্দিন জালাল, বন্ধু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিকরুল হক, সফল আত্মকর্মী রাহেনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বন্ধু কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান রোকন, পরিচালক সিরাজুল ইসলাম শাহীন, আসাদুজ্জামান মিঠুসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল সমবায় সমিতি হিসেবে বাবুর দোলা পানী ব্যবস্থাপনা সমবায় সমিতি এবং শ্রেষ্ঠ সমবায়ী মনছুর আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।