আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৫ম দিনের লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন, মোবাইল কোর্টের মাধ্যমে ১লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ডোমার পৌর এলাকা, সোনারায়, ধরনীগঞ্জ বাজারসহ বিভিন্ন গ্ররুত্বপূর্ণ পয়েন্টে লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে সোনারায় বাজারের মোসার্স রাফিয়া টেড্রার্সে ১০ হাজার, ডোমার বাজারের রড ব্যবসায়ী সুপান্ত ট্রেডার্সে ২০ হাজার, টিন ব্যবসায়ী সুখিমা ট্রেডার্সে ৫০ হাজার, এসকে ট্রেডার্সে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়াও মোটরবাইক, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, মাস্ক পরিধান না করা, বিনা কারণে বাজারে ঘোরাফেরা করার কারণে মোট ১০টি মামলা দায়ের করে ১লক্ষ ৮৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হক, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম জানান, গত কয়েকদিনে নীলফামারী জেলায় করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক হাফিজুর রহমার চৌধুরী মহোদয়ের নির্দেশনায় সরকারের দেওয়া লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কঠোর অবস্থানে সর্বক্ষণিক মাঠে থাকবে।