আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জুয়ার আসর হতে ৪ জুয়াড়িকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১০টায় ডোমার থানার এসআই ঠাকুর দাস, এএসআই মহাদেব, ফারুক হোসেন উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ হাট এলাকা থেকে একটি গোপন কক্ষে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ সদরপাড়া এলাকার বিশিষ্ট মাছের পোনা ব্যবসায়ী মৃত- আনারুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম পুটুল (৫৫), মিরজাগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মৃত অমূল্য ঋষির ছেলে নিতেন ঋষি (৩২), গাইবান্ধা সাঘাটা থানার ফলিয়া গ্রামের আব্দুল হাদির ছেলে বুলবুল ইসলাম আকাশ (৩২), একই এলাকার মৃত নবাব আলী আকন্দর ছেলে জিয়ারু আকন্দ (৪৫)।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ৪ জুয়াড়িকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বঙ্গীয় জুয়া আইনের ধারায় মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।