আনিছুর রহমান মানিক, নিজস্ব প্রতিবেদক, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে ৪ গাঁজাখোরকে আটক করেছে থানা পুলিশ, ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১নভেম্বর) রাত ১০টায় ডোমার থানার এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র রায়, এএসআই ফারুকসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযানকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের একটি বাড়ী থেকে গাঁজা সেবন কালে ৪ জনকে আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ঘটনাস্থলে গিয়ে ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১)/২১ ধারা মোতাবেক প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। দন্ড প্রাাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ চিকমমাটি ৩নং ওয়ার্ডের বায়জিত হাচানের ছেলে সৌরভ (২৮), পূর্ব চিকনমাটি ভাদুর স্কুল এলাকার আজিবর রহমানের ছেলে মোরছালিন (২৯), সোনারায় ভেন্সীপাড়া গ্রামের সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে সঞ্জয় কুমার (২২), সোনারায় ধনীপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২৩)।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌরভের স্ত্রী বাড়িতে না থাকায় তারা দলবন্ধ হয়ে সেখানে গাঁজার আসর বসায়। গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পঠানো হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।