আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বেসরকারি সংস্থা ‘জানো’ প্রকল্পের আওতায় কমিউনিটির মানুষের মধ্যে জেন্ডার সমতাসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ দিনব্যাপি নাট্য কর্মশালার সমাপনী দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার মটুকপুর স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১০ থেকে নাটকের সমাপনী মহড়া শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলে। ‘জানো’ প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, ফোর সি কমিউনিকেশনের প্রতিনিধি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ। এ ছাড়াও প্রশিক্ষক নওরীন নিপু, সাবিনা ইসলাম ইশিকা, মিম সুলতানা দোলা, সৌদিয়া সেতু, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সমন্বয়ক ওয়াহিদ খান সংকেত, ফোর সি কমিউনিকেশনের সমন্তরক শাহিনুর ইসলাম শাহিন, জানো প্রকল্পের ফিল্ড অফিসার হুমায়ুন কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্টিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন, কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় গত ৪ সেপ্টেম্বর কর্মশালার শুরু হয়। কমিউনিটি মানুষসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে প্রতিটি দলে ১৫ জন করে ৬টি দলে মোট ৯০ জন সাংস্কৃতিক কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন। একাধারে উপজেলা মটুকপুর স্কুল এন্ড কলেজ, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত নাট্য কর্মশালার প্রশিক্ষণ চলে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।