আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
রোববার (৩০মে) দুপুরে মেডিকেল টিম ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইমরুল মোজাক্কিন। তার নেতৃত্বে ৬টি প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ,কীট, রিয়াজন ও ঔষধপত্র সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি থাকার কারণে ৩ প্রাইভেট ক্লিনিক /হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে বিভিন্ন অভিযোগে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা টাকা জ'রিমানা করে আদায় করে তাদের সতর্ক করা হয়। ৩টি প্রতিষ্ঠানের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা সঠিক অবস্থায় না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫৩ ধারায় ডক্টরস ক্লিনিক এন্ড নার্সিং হোম, ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেক মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ আবুল আলা, স্যানিটারী ইন্সপেক্টর, আল আমিন রহমান, ডোমার থানার এসআই রবিউল আউয়াল সহ সঙ্গীয় ফোর্স।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।