

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ২বছরের সাজাপ্রাপ্ত আসামি আনিছুর রহমান রতন (৪৫) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার দুপুরে এসআই আব্দুল লতিফ ও এএসআই মঞ্জুরুল হোসাইন ডোমার উপজেলার ফরেস্ট বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আনিছুর রহমান রতন ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চিকনমাটি সওদাগড় পাড়া গ্রামের আব্দুর ওহাব ড্রাইভারের ছেলে বলে জানা যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৯ (ক) ধারায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।