আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে তাস খেলার সময় ২ জুয়াড়িকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান লকডাউনের অভিযান চলাকালীন এএসআই ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স উপজেলার ফরেস্ট বাগানে তাস খেলার সময় তাদের ধাওয়া করেন। অন্যান্য জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ২ জুয়াড়ি আটক হয়। পরে তাদের থানায় নিয়ে আসে। আটককৃত জুয়াড়িরা হলেন, পৌর এলাকার সবুজপাড়া এলাকার হাচানুরের ছেলে সজিব (২৫) ও নূর মোহাম্মদের ছেলে মঞ্জুরুল আলম (২৮)।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বঙ্গীয় জুয়া আইনে একটি মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।