আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ২ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ, ভ্রাম্যমাণ আদালতে ১৫দিনের জেল।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও এসআই আব্দুল লতিফ, সামসুল আলম বড়রাউতা মডেল স্কুল পাড়া এলাকার আমবাগানে জুয়া খেলার সময় ২জুয়ারিকে আটক করে। আটকরা হলেন, ডোমার কলেজপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে জুয়েল ইসলাম (৩০) ও বড়রাউতা এলাকার ওছমান গনির ছেলে রহেদ আলী (৪৭)।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমাদের ডোমার থানার পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে প্রতিজ্ঞাবন্ধ, মাদক ও জুয়ার বিষয়ে আমরা কঠিন অবস্থানে রয়েছি। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।