আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ২৪৫ পিস ইয়াবাসহ ফিরোজ হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত আটটায় ডোমার-চিলাহাটি সড়কের চান্দখানা এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছে ২৪৫ পিস ইয়াবা, একটি বাজাজ ডিসকভার-১০০ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মাদক কারবারি ফিরোজ পঞ্চগড় সদর উপজেলার শালটিয়া পাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার সময় পুলিশ চান্দখানা এলাকায় অভিযান চালায়। ডোমার থানার এসআই ঠাকুর দাস, এএসআই মহাদেব, আনোয়ার হোসেন, হীরালাল রায়সহ সঙ্গীয় ফোর্স ফিরোজকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।