আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ২ব্যক্তি করোনা আক্রান্ত, প্রশাসনের সহায়তায় ৭টি বাড়ী লকডাউন করা হয়েছে।
জানা যায়, গত ৫মে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ীতে ফিরে আসে। পরে তাদের জ্বর, সর্দি দেখা দিলে গত ৭ মে ডোমার স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে ২ব্যক্তিকে কোয়ারেন্টিনে রাখা হয়। আরটি পিসিআর প্রজেটিফ হওয়ায় তাদের নীলফামারী সরকারি আধুনিক সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তারা হলেন, উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের পইকারপাড়া গ্রামের এক গৃহবধু (২০) ও একই ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামের এক যুবক (৩২)। শনিবার রাতে তাদের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান তাদের বাড়িতে উপস্থিত হন। কোভিট- ১৯ সংক্রমণ প্রতিরোধে ওই এলাকার ৭টি বাড়ী লকডাউনের নির্দেশ দেয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্তদের চিকিৎসা চলছে এবং লকডাউন হওয়া পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৭টি বাড়ী লকডাউনে থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।