আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও ২য় ঢেউ মোকাবিলায় ১৮ জন বীরাঙ্গনার মাঝে ১০ কেজি করে চাল ও ৫শ’ করে নগদ অর্থ নিজস্ব অর্থায়নে বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।
শনিবার (২৪ এপ্রিল) সকালে চিকনমাটী ধনীপাড়া শহীদ মিজান ও আঃ বারী স্মৃতি পাঠাগার চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ডোমার ও ডিমলা উপজেলার মোট ১৮ জন বীরাঙ্গনার মাঝে এই সহায়তার প্যাকেজ তুলে দেন সংগঠনের আয়োজকরা।
শহীদ মিজান ও আঃ বারী স্মৃতি পাঠাগারের সভাপতি সাবেক উপ-প্রধান কর্মকর্তা (বিজেএমসি) মোস্তফা আওরঙ্গজেব করিমের সভাপতিত্বে, এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডোমার উপজেলা শাখার আহবায়ক আল-আমিন রহমান, ডোমার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নীলফামারী জেলা সমন্বয়কারী আল-আমিন রহমান বলেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন তার নিজস্ব অর্থায়নে গত বছর নীলফামারী জেলায় ৩৬ জন বীরাঙ্গনার মাঝে এই সহায়তা প্রদান করেন।এরই ধারাবাহিকতায় গত শুক্রবার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় ১২জন বীরাঙ্গনাদের মাঝে ১০কেজি চাল ও নগদ অর্থ ৫শত করে টাকা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার ডোমার ও ডিমলা উপজেলা মিলে ১৮জন সহ ৩ উপজেলায় মোট ৩৬ জন বীরাঙ্গনাদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।