আনিছুর রহমান মানিক, ডোমার , নীলফামারী>>
নীলফামারীর ডোমারে নিষিদ্ধ হেরোইন ও ফেন্সিডিলসহ ৩মাদক কারবারিকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
শনিবার (৯নভেম্বর) বিকালে ডোমার থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে ডোমার বাসস্ট্যান্ডের হোটেল মালিক চিকনমাটি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বাবলু হোসেন (৪৫) ও পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে রতন আলী (২৯) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ০১ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। অপরদিকে, এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে গোমনাতী এলাকা থেকে কেতকীবাড়ী হেমায়েত পাড়া গ্রামের আফছার আলীর ছেলে নূর রশিদ (২০) কে ৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেল মালিক বাবলু একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ৮ (ক) ধারায় মামলা নং- ১১ ও নূর রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১৪ (ক), মামলা নং-১২, তারিখ-০৯/১১/১৯ দায়ের করে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।