আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
পাঁচ বছর আগে সংগঠনের দুই কর্মীর হত্যার বিচারের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলায় সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।
মঙ্গলবার দুপুরে ডোমার রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনের নীলফামারী জেলা শাখা।
লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি নূর আলম সরকার। এ সময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানভীর আলম রাসেল, দপ্তর সম্পাদক সাজ্জাদ প্রামানিক, সৈয়দপুর শাখার সভাপতি ওয়াসীম আলম, ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
তারা জানান, গত ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালির সোনাইমুড়ী উপজেলার চাষীর হাটে হেযবুত তওহীদের এমামের বাড়ীতে হামলা, অগ্নিসংযোগ ও দুই কর্মীকে দিনের বেলায় হত্যা করে দুস্কৃতিকারীরা। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ সারাদেশে তাদের কর্মীদের নিরাপত্তার দাবি জানান তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।