আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হিরোইনসহ ১জনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
শনিবার (১৯ জানুয়ারি) রাতে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের ডাক বাংলো সংলগ্ন এলাকা থেকে হেরোইন বিক্রির সময় ছোট রাউতা কাজীপাড়ার মৃত হায়দার আলীর ছেলে আব্দুল মজিদ (৫৫) কে আটক করে। সে ডোমার বাসস্ট্যাণ্ডে কুলির কাজ করে। এ সময় তার কাছ থেকে ৮ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় মামলা নম্বর-০৮, তারিখ-১৮/০১/২০ দায়ের করা হয়।
অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক ও জুয়ার অভিযান অব্যাহত রয়েছে। এসব নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।