আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে সড়ক দু’র্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচলনা করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু করে দিনব্যাপি ডোমার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করেন ডোমার থানার ট্রাফিক বিভাগ। ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকারের নেতেৃত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যপক খায়রুল আলম বাবুল, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি মেরাজুলহক, সহ-সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা সজিব বসুনিয়া, ডোমার থানা ট্রাফিক শাখার এটিএএসআই সাজ্জাদ হোসেন প্রমুখ। এ সময় ডোমার বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সংগঠনের নেত্রীবৃন্দসহ অটোরিক্সা, ভ্যানচালক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন অতিথিগণ। পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধানসহ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন ডোমার থানা পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।