
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে বিশ্বব্যাপি ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন “ডোমার এডুকেশন স্টুডেন হোস্ট” (উঊ ঋঐ ) এর বিভিন্নমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
করোনা মোকাবেলায় সচেতনামূলক লিফলেট, সাবান ,মাস্ক বিতরণসহ সচেতনামূলক মাইকিং ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এলাকায় ব্যপক সারা জাগিয়েছে।
সংগঠনটি এ পযর্ন্ত ডোমার উপজেলার ৪টি ইউনিয়নের ১০টি গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে ১৭ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ, ৭দিন যাবত ৩টি ভ্যানে করে মাইকিংসহ ৬শত দুঃস্থ গরিব অসহায় পরিবারের মাঝে সাবান বিতরণ ও হাত ধোয়ার নিয়ম প্রদর্শন ও মানুষের মাঝে ৫শতাধিক মাস্ক বিতরণ করেন। তারা নিজস্ব অর্থায়নে এ সব কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ২৬ মার্চ ২৬টি পরিবারে ও ২৭ মার্চ ২৭ টি পরিবারে চাল, ডাল, তেল, সাবান, চিনি, আলু বিতরণ করেন। দেশের এই সংকটময় মুহূর্তে এই সংগঠন থেকে যারা অসহায় দুঃস্থ মানুষের পাশে এগিয়ে এসেছে তাদের মধ্যে-নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সোলেমান আলী, ডোমার আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক সুলতানুল আরেফিন, গোপাল রায়, রেজাউল করিম, মোমিনুর রহমান, দীপঙ্কর রায়, সাগর ইসলাম, জয়লালা, রিপন, বিশ্বজিৎ, মিঠুন রায়, হামিম, নিশাদ, সিহাবসহ অনেকে। সংগঠনের পরিচালক গোপাল রায় জানান, পরবর্তীতে প্রায় ২শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে।