আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুমের ওপর সন্ত্রসী হামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (১১অক্টোবর) রাত ৮টায় ডোমার উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুমকে পূর্ব পরিকল্পিতভাবে ৪নং বিবাদী সুমন তাকে ডোমার বাজারের বাটারমোড় এালাকা থেকে রেল লাইনের পারে ডেকে নিয়ে যায়। এ সময় একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাথারীভাবে মাসুমকে বেধরক মারপিট করে। তাদের আঘাতে মাসুম অজ্ঞান হয়ে পড়ে গেলে পথচারী হাচান, রুবেল এগিয়ে গিয়ে তাদের কবল থেকে মাসুমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে এমদাদুল হক মাসুম বাদী হয়ে হাসনাত প্রধান হেলাল, তমভীরুল ইসলাম, আনজারুল ইসলাম ও সুমন ইসলামসহ অজ্ঞাত নামীয় ৪/৫ জনকে আসামী করে ডোমার থানায় মামলা নং-১১, তারিখ-১১/১০/১৯ইং দায়ের করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।