আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক বখাটে যুবককে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । দন্ডপ্রাপ্ত যুবক আব্দুর রশিদ (২০) পেশায় একজন ভ্যানচালক। সে পশ্চিমবোড়াগাড়ী (পৌরসভা ১ নং ওয়ার্ড) কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে । ২২শে মে মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার বাজার রেলগেট এলাকায় ।
ডোমার থানার এস,আই আব্দুর রশিদ জানান, ভুক্তভোগী ডোমার সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। মেয়েটি ডোমার বাজার রেলগেট এলাকা দিয়ে যাতায়াত কালে উত্ত্যক্ত করছিল অটোচালক বখাটে আব্দুর রশিদ। মেয়েটি প্রতিবাদ করলে তার গালে চড় মারে অভিযুক্ত আসামী আব্দুর রশিদ। খবর পেয়ে ঘঁটনাস্থলেই তাকে আটক করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ফাতিমা আব্দুর রশিদকে মোবাইল কোট ২৪/১৯, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ছয় মাসের বিনাশ্রমের কারাদণ্ড প্রদান করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। খবর পেলেই আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।