আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ১মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ঘটনাটি ঘটেছে ডোমার বাস ষ্ট্যান্ড এলাকায়।
জানা যায়, রোববার বিকেলে ডোমার বালিকা বিদ্যা নিকেতনের কয়েকজন ছাত্রী উপজেলা মাঠে ফুটবল খেলা দেখে ফেরার পথে ডোমার বাস স্ট্যাণ্ড এলাকায় এক অটো চালক আশিকুর রহমান (১৮) ছাত্রীদের দেখে বাজে অঙ্গভঙ্গি করে। এ সময় পথচারীগণ অটো চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, ইভটিজিং এর দায়ে ১ মাসের জেল দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত অটো চালক আশিকুর রহমান ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ড পাঠান পাড়া গ্রামের ইসমাইল হোসেন (যদুর) ছেলে। আগামী কাল তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।