আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে ও বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সাহায্যার্থে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় নীলফামারীর ডোমার পৌর এলাকার বিশ্রাম হোটেল ক্যাম্পাসে প্রবাসী কল্যাণ সমিতি ডোমার উপজেলার সমন্বয়কারী আলহাজ্ব ডাঃ ফিরোজ আলম চিনু’র সভাপতিত্বে সহকারী অধ্যাপক ডেইজী নাসনীন মাশরাফী নিনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, প্রবাসী কল্যাণ সমিতি সদস্য সচিব নুরল ইসলাম বিএসসি, সংগঠক শহিদুল সরকার, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হক, ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সামসুদ্দিন হোসাইনী, সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব, শিক্ষিকা সোনালী বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শেষে স্কুল ও মাদ্রাসার শিশুসহ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।