আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ৯নং সোনরায় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পরিষদ মাঠে এলাকাবাসী আয়োজিত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুল ইসলামের সঞ্চালনায় নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি সহিদ আহম্মেদ শান্তু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল হাসান, বোড়াগাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ ডন, উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বদরুজ্জামান র্চামিং, মাওঃ আব্দুল রাকীব, সৈয়দ মিজানুর রহমান হুজুর প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য, আ’লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদে আসন গ্রহণ শেষে এলাকাবাসী নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীর বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এলাকাবাসীকে সাথে নিয়ে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সোনারায় ইউনয়নকে মডেল ইউনিয়নে রূপান্তিত করবো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।