আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনছার আলী’র জানাযা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শিক্ষকমহলসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় পশ্চিম চিকনমাটি চেয়ারম্যান পাড়া নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি- - - - রাজিউন। মঙ্গলবার বাদ যোহর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং গত ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। জানাজায়, শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, আরবি শিক্ষক আব্দুল আজিজ, আলহাজ্ব মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, ডোমার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মহিউদ্দিন আহমেদ, দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজর প্রভাষক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মাসুম আহমেদসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তিনি উক্ত গ্রামের মৃত হাকিম উদ্দিনের ৪র্থ পুত্র। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর। তিনি- স্ত্রী, ৩টি ছেলে, ২টি মেয়ে, ১৫জন নাতি -নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ পরিচালনা করেন, ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।