আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলা ফুটবল প্রশিক্ষণ কর্মশালা, সাবেক ফুটবল খেলোয়াড়দের পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি ম্যাচটির আয়োজন করেন উপজেলা পরিষদ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, সাবেক ফুটবল খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সাবেক ফুটবল খেলোয়ার গৌতম সাহা, সোহেল , শাহিন প্রমূখ।
এছাড়াও সাবেক কৃতি ফুটবলার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারী তরুণ-তরুণী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।