আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিশেষ অভিযান চালিয়ে সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে। তিনি ২০১৮ সালে নৌকা প্রতিক নিয়ে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে সেই পদ থেকে রিজাইন দিয়ে ২০১৯ সালের ১২ এপ্রিল আবারো নৌকা প্রতিক নিয়ে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৩০ মে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে সরকার ফারহানা আখতার সুমির কাছে উপজেলা চেয়ারম্যান পদে পরাজয় বরণ করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, '২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হা*মলা, ভা*ঙচুর ও অ*গ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।