আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সাংবাদিক মাহাবুবার রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৭ডিসেম্বর) ভোর ৪টায় পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া নিজবাস ভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি - - - রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৬০) বছর। তিনি উক্ত গ্রামের মৃত মনির উদ্দিনের প্রথম পুত্র। সোমবার বাদ যোহর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পাশের কবরে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন এবং ডোমার প্রেস ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। তার জানাজায়, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক কমান্ডার নুরননবী, ডোমার সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী, উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উপজেলা জাপা’র আহবায়ক আসাদুজ্জামান চয়নসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে ডোমার রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব এর সকল সদস্যগণ গভীর শোক ও সমোবেদনা প্রকাশ করেন। তিনি স্ত্রী, ১ছেলে ২ মেয়ে, ৩জন নাতি- নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের একমাত্র ছেলে রিমুন পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় বন্ধু-বান্ধব, আত্মীয়- স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।